সারাদেশে সিরিজ বোমা হামলায় জড়িতদের বিচারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দসহ উপজেলা শাখার নেতাকর্মীরা অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলার ৪৩৪ স্থানে একযোগে বোমা হামলায় জড়িত সকলের বিচারের দাবী জানান।