লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌর এলাকার অতি দরিদ্র অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) সকাল ৯টায় পৌরসভার অভ্যান্তরে এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র গিয়াসউদ্দীন রুবেল ভাট । এসময় পৌরসভার কাউন্সিলর গন উপস্থিত ছিলেন।
পৌর এলাকার অতি দরিদ্র অসহায় দুঃস্থ ৪৬২১ টি পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে।
চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করে পৌর মেয়র গিয়াসউদ্দীন রুবেল ভাট বলেন ,
আজ থেকে শুরু হলো ৩ দিন ব্যাপী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার গরীব অসহায়দের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম।এই চাল বিতরণ অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন। এছাড়াও আগত উপহার নেয়া গ্রহীতাদের রোদ থেকে সাময়িক কষ্ট লাগবে প্যান্ডেল করে দেয়া হয় ।