ঢাকা, বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১

কাউনিয়ায় শত শত শিক্ষার্থীদের বিক্ষোভ

সাইদুল ইসলাম, কাউনিয়া (রংপুর) : | প্রকাশের সময় : সোমবার ৫ অগাস্ট ২০২৪ ০৯:০৪:০০ অপরাহ্ন | রংপুর

চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মৃত্যু, নির্যাতন ও সারা দেশে গণগ্রেপ্তারের প্রতিবাদে রংপুরের কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সকাল সাড়ে ১১টায় শত শত শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ করতে থাকে। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রাণকেন্দ্র  বাসস্টান্ড মোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলের আহবায়ক মুক্তারুল, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোসাব্বের,জনি,মতিয়ার, তরিকুল প্রমুখ। এসময় একদফা দাবীতে স্লোগানে স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে স্থানীয় ব্যবসায়ী, আইনজীবি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুুষ অংশগ্রহণ করে একাত্ম ঘোষনা করেন।