ঢাকা, শনিবার ৪ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

কুখ্যাত মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

মোঃ রেজাউল করিম মজুমদার, গাজীপুর : | প্রকাশের সময় : শুক্রবার ২৮ জুলাই ২০২৩ ১২:০৩:০০ অপরাহ্ন | দেশের খবর
গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডে অবস্থিত ইটাহাটা মুন্সিবাড়ি নদীর পাড় ও পবনার টেক এই দুই জায়গায় তাদের বসবাস, হাবে মিয়ার ছেলে সুরুজ (৫০) ও সমেজ উদ্দিনের ছেলে আবুল (৪৫) ও আলেক (৪৮) এই তিনজনের নামে বাসন থানায় একাধিক অভিযোগ ও বিভিন্ন মামলা রয়েছে, এদের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। কয়েকজন যুবককে সাথে নিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করছে তারা।
 
বর্ষা সিজনে নদীতে পানি থাকা অবস্থায়ও বিভিন্ন সেলু ভাড়া করে বিভিন্ন লোক দিয়ে অনেক দূর দূরান্তে ও মাদক বিক্রি করে তারা। আব্দুল কাদেরের ছেলে তোফাজ্জল (৪৮) এই ব্যক্তি একটি তিশা নামের সেলু দিয়ে সারারাত ঘুরে ঘুরে মাদক বিক্রি করে। কক্সবাজার টেকনাফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লোক এসে তাদেরকে মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা সহ সব ধরনের মাদক দিয়ে যায়। শুধু ১৩ নং ওয়ার্ড এলাকায় নয় পুরো গাজীপুরের বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মবেশে ঘুরে ঘুরে বিক্রি করে মাদক।
 
তাদের বাড়ির পাশে প্রতিদিনই মাদক সেবনকারীদের জমজমাট আড্ডা ও আসর বসে নিয়মিত। এলাকায় এখন হাত বাড়ালেই সহজেই মিলছে মাদকদ্রব্য শুধু তাই না দিনদিন স্কুল কলেজের ছাত্রসহ এলাকার উঠতি বয়সের যুব সমাজ ক্রমান্বয়ে মাদক সেবনে আসক্ত হয়ে পড়ছে। নেশার টাকা জোগাড় করতে তারা চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ ও অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে। এলাকাবাসী এসব অপকর্মের প্রতিবাদ করলে সুরুজ, আবুল, আলেক মিলে তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি ও মিথ্যা মামলায় জড়িয়ে জেল খাটানোর হুমকি দেয়।
 
মাদক ব্যবসায়ী সুরুজ, আবুল, আলেক সহ এদেরকে বেশ কয়েকবার মাদকদ্রব্যসহ হাতে নাতে আটক করলেও এলাকায় মাদক ব্যবসা থামছে না। কারণ অনেক সময় দেখা যায় থানায় গিয়ে টাকার বিনিময় অল্প সময়ের মধ্যে ছুটে চলে আসে। কয়েকবার মামলা হলেও অল্প সময়ের ভিতর জামিনে বেরিয়ে চলে আসে।
 
এসেই তারা আবার আগের মতো করে মাদক ব্যবসায় জড়িয়ে এলাকার যুব সমাজের ভবিষ্যৎ দিনদিন নষ্টের দিকে নিয়ে চলে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের কাছে এলাকাবাসী প্রশ্ন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরেও সুরুজ, আবুল, আলেক কীভাবে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করে। তাদের এতো খুঁটির জোর কোথায় জানতে চেয়ে এলাকাবাসী অবিলম্বে কুখ্যাত মাদক ব্যবসায়ী সুরুজ, আবুল, আলেককে গ্রেপ্তার করে এলাকার যুব সমাজকে মাদকের কারখানা থেকে রক্ষা করার জন্য স্থানীয় প্রশানের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।