ঢাকা, মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

গণপিটুনির ভিডিও করায় খুলনায় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাই

বায়ান্ন ডেস্ক | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ জানুয়ারী ২০২৫ ১১:৪৩:০০ অপরাহ্ন | দেশের খবর
সাংবাদিক অপু ও হাসপাতালের ব্যবস্থাপত্র

দৈনিক বায়ান্ন পত্রিকার খুলনা ব্যুরো প্রধান ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক আমার একুশ পত্রিকার স্টাফ রিপোর্টার জাফর ইকবাল অপুর ওপর একদল সন্ত্রাসী এ হামলা করে। 

খুলনা সদর থানার অপুর দায়ের করা অভিযোগে জানা যায়, গত ৩০ ডিসেম্বর সোমবার দুপুর দুইটার দিকে খুলনা কেসিসি মার্কেটের সামনে সাংবাদিক জাফর ইকবাল অপু দেখেন, রাস্তায় একজন রিকশা আরোহীকে ২০/২৫ জন লোক মারধর করছে।  এ দৃশ্য দেখে চুরি বা ছিনতাইর ঘটনা মনে করে তিনি ভিডিও করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই ৪/৫জন লোক এসে তার মোবাইল ফোন (অপ্পো-এ১২) কেড়ে নিয়ে যায়। সেই সাথে তাকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে। সাংবাদিক পরিচয় দেওয়া সত্ত্বেও তারা মারপিট থামায়নি, মোবাইলও ফেরত দেয়নি।

এ বিষয়ে সদর থানার ওসি জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ঘটনার সত্যতা পাওয়া গেছে, তবে কাউকে চেনা যায়নি। মোবাইল ট্রাকিং করে দেখার চেষ্টা করছি। 

বায়ান্ন/এসবি