ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১

গাজীপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

এম এইচ শাহীন, গাজীপুর | প্রকাশের সময় : শনিবার ৪ জানুয়ারী ২০২৫ ০৫:২০:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুরে মিটিং-মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীর আতাউর মার্কেট এলাকা থেকে কোনাবাড়ি থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহান (২৩) কে গ্রেফতার করে পুলিশ।  

গ্রেফতারকৃত সোহান গাজীপুরের কোনাবাড়ী এলাকার শামসুল হকের ছেলে। তিনি কোনাবাড়ী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। 

গাজীপুর মেট্রোপলিটনের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহান মিটিং- মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আরও বলেন, রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

বায়ান্ন/প্রতিনিধি/এসএ