ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল

বসির আহাম্মেদ,ঝিনাইদহ : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৫ অগাস্ট ২০২৩ ০৮:৪৯:০০ অপরাহ্ন | দেশের খবর
ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার সকালে শহরের সমবায় মার্কেটে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা এম. রায়হান। সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের  সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, কোষাধ্যক্ষ লোটাস রহমান সোহাগ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম হিরো, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ রুহুল আমিন, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম, ওলিয়ার রহমান, মিঠু মালিতা, মাজেদ রেজা বাঁধন ও সদস্য সচিব বসির আহাম্মেদ প্রমূখ। দোয়া মাহ্ফিল পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি।