ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

মহেশপুরে বাওড় থেকে এক কৃষকের লাশ উদ্ধার

বসির আহাম্মেদ,ঝিনাইদহ : | প্রকাশের সময় : বুধবার ১৬ অগাস্ট ২০২৩ ০৫:৪৩:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জেলেপোতা গ্রামের ভাবদিয়া বাওড় থেকে কামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
কামাল হোসেন ওই গ্রামের রহমবাড়ি মন্ডলের ছেলে।


কামাল হোসেনের ভাই টিটন হোসেন জানান,  তার ভাই মঙ্গলবার রাত ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হয়ে গ্রামের একটি চায়ের দোকানে চা পান করে। এরপর থেকেই সে নিখোঁজ ছিলো। গভীর রাত পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের বাওড় থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ বুধবার সকালে তার লাশ উদ্ধার করে।


মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।