ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

যেটা জনকল্যাণের জন্য কাজ সেটাই করতে হবে-ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান

ভোলা/বোরহান উদ্দিন প্রতিনিধি | প্রকাশের সময় : বুধবার ১৬ অগাস্ট ২০২৩ ০৬:৪১:০০ অপরাহ্ন | দেশের খবর

বাংলাদেশ বির্নিমানে যারা কাজ করছি সবাইকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। যেটা জনকল্যাণের জন্য কাজ সেটাই করতে হবে। আপনাদের যে কোন প্রয়োজনে আমাকে বলবেন। ১৬ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০টায় বোরহানউদ্দিন উপজেলা মিনায়তনে কর্মকর্তা বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন সদ্য যোগদানকারী ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান। তিনি আরও বলেন, এ জেলার মানুষ যাতে শান্তিতে থাকে সে লক্ষে বিভিন্ন অপরাধ দমনে কাজ করতে চাই। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবাই কে মিলেমিশে কাজ করতে হবে। উপজেলা নির্বাহি অফিসার মোঃরায়হান উজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আহসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃজসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াছমিন প্রমূখ। এসময় জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী,শিক্ষক মন্ডলি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।