ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

শেরপুরে হতদরিদ্রদের জন্য ১০টাকায় মিলছে কম্বল

আরফান আলী, শেরপুর | প্রকাশের সময় : শনিবার ৪ জানুয়ারী ২০২৫ ১১:০৮:০০ পূর্বাহ্ন | দেশের খবর

“সব দায়িত্ব রাষ্ট্রের নয়, কিছু দায়িত্ব আমার কিছু আপনার” এই স্লোগানকে ধারণ করে শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে শেরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছে ১০টাকায় কম্বল বিক্রি।

‘আজকের তারুণ্য’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই ‘কম্বলের বাজার’ এর আয়োজন করেন। নামমাত্র ১০ টাকার বিনিময়ে শেরপুর সদরের ১৪ টি ইউনিয়নের ৫ শতাধিক প্রতিবন্ধী, ভিক্ষুক ও অসহায় নারী-পুরুষ কিনেছেন শীতের কম্বল। আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ্ কামাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রুবেল, উত্তরা হাসপাতালের পরিচালক মঞ্জুরুল হক, মার্কেটিং অফিসার আল-আমিন, সাংবাদিক মো. তরিকুল ইসলাম, শাকিল মুরাদ ও নাঈম ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে আজকের তারুণ্য সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি মো. রবিউল ইসলাম রতন বক্তব্যে বলেন, ‘আমরা প্রতি বছর অসহায়, গরিব, প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছি। এছাড়াও আমাদের সংগঠন বেওয়ারিশ লাশ দাফন, হারানো ব্যক্তিদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া, রক্তদান, তীব্র গরমে বিনামূল্যে হাত পাখা বিতরণসহ অন্যান্য সামাজিক কাজ করেছি।’তিনি আরও বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র দিয়েছি। এ কার্যক্রম চালাতে শেরপুরের অনেকেই আমাদের আর্থিক সহযোগিতা করেছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও শীতবস্ত্র কম্বল বিতরণের এই ধারা অব্যাহত থাকবে।’

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ