ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

সদরপুরে যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস পালিত

রাকিবুল ইসলাম, সদরপুর : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৫ অগাস্ট ২০২৩ ০২:৪১:০০ অপরাহ্ন | দেশের খবর

সারা দেশের ন্যায় ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজন যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় জাতীর পিতার ম্যুরালে পুস্পমাল্য অর্পন, বিশেষ মোনাজাত, শোক র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে উপজেলা দরবার হলে নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেলে সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সহকারি কমিশনার(ভূমি) তানিয়া আকতার, সদরপুর থানার অফিসার ইনচার্জ মো: মামুন আল রশিদসহ অন্যান্যরা।