ঢাকা, মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২৫, ২৩শে পৌষ ১৪৩১

৩০ জুনের মধ্যে ভোটার হালনাগাদ শেষ করবে ইসি

এম এম লিংকন | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ জানুয়ারী ২০২৫ ১২:২১:০০ অপরাহ্ন | জাতীয়

চলতি মাসের ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। আর আগামী ৩০ জুনের মধ্যে এই কাজ শেষ করা হবে। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।   

তিনি বলেন, আইন অনুযায়ী চলতি বছর হালনাগাদের যেসব তথ্য সংগ্রহ করা হবে তা অন্তর্ভুক্ত করে হালনাগাদ খসড়া ভোটার তালিকা করা হবে। প্রকাশ করা হবে আগামী বছরের ২ জানুয়ারি আর চূড়ান্ত তালিকা হবে আগামী বছরের ২ মার্চ।