ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

খুলনায় ৫ জুয়াড়ি আটক

জাফর ইকবাল অপু, খুলনা | প্রকাশের সময় : শনিবার ৪ জানুয়ারী ২০২৫ ০৪:১১:০০ অপরাহ্ন | দেশের খবর

গত ৩ জানুয়ারি রাতে দৌলতপুর থানা পুলিশ পাবলা তিন দোকান মোড়ে জনৈক মান্নানের নতুন বাড়ীর পশ্চিম পাশের রুম হতে ১) মোঃ শাহাদাৎ হোসেন (৩৮), পিতা-মোঃ আব্দুর রহমান শেখ; ২) মোঃ প্রিন্স মাহামুদ রনজু (৩৩), পিতা-মোঃ আলতাফ হোসেন; ৩) মোঃ কামরান শেখ (২৮), পিতা-মোঃ ফারুক শেখ,সর্ব সাং-পাবলা মধ্য কারিকরপাড়া; ৪) মোঃ আব্দুল কুদ্দুস (৩৭), পিতা-মোঃ আব্দুল কাদের ব্যাপারী, সাং-পাবলা চুন্নুর বটতলা, থানা-দৌলতপুর এবং ৫) মোঃ আল আমিন শিকদার (৩৫), পিতা-মৃত: মিজানুর শিকদার, সাং-পাবলা তিন দোকান মোড়, থানা-দৌলতপুর, খুলনাদেরকে তাসের জুয়ার আসর হতে আটক করা হয়। তাদের নিকট হতে নগদ ৭,২৭০ টাকা, ৫ সেট তাস, ১ টি পাটের বস্তা  এবং ১ টি  প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।