ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

তরুন সমাজকর্মী মোস্তাকিম মনির প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৫ অগাস্ট ২০২৩ ০৬:১৮:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহ জেলা পরিষদের এক নং প্যানেল চেয়ারম্যান নির্বাচনে হয়েছেন তরুন সমাজসেবক আদর্শপাড়ার মরহুম আব্দুস সাত্তার খানের ছেলে মোরাদিম মোস্তাকিম মনির। তিনি ঝিনাইদহ জেলা পরিষদের ৩ নং এলাকার সাধারণ সদস্য হিসেবে নির্বোচিত হয়েছিলেন। এছাড়া প্যানেল মেয়র দুই নির্বাচিত হয়েছেন মোছাঃ আনোয়ারা খাতুন এবং বিনা প্রতিদ্বন্দিতায় প্যানেল মেয়র-৩ নির্বাচিত হন অনিতা বিশ্বাস।

জেলা পরিষদের চেয়ারম্যান এম. হারুন অর রশীদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা (পিএএ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৬টি ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন মোরাদিম মোস্তাকিম মনির। তিনি ঘুড়ি প্রতীক নিয়ে ১৫০ ভোট পান।

এ বিষয়ে মোরাদিম মোস্তাকিম মনির জানান, এর আগের পরিসদের তিনি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুনামের সঙ্গে কাজ করেছেন। এবারাও জেলা পরিষদের সদস্যরা তাকে প্যানেল চেয়ারম্যান পদে ভোট দিয়ে নির্বাচিত করায় তাদের প্রতি কৃতজ্ঞতা। আগামীতে তিনি জেলা পরিষদের মাধ্যমে ঝিনাইদহ সদর এলাকার মানুষের কল্যানে কাজ কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।