ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

দিনাজপুরে তেভাগা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

ইউসুফ আলী, দিনাজপুর | প্রকাশের সময় : শনিবার ৪ জানুয়ারী ২০২৫ ০৪:১৯:০০ অপরাহ্ন | দেশের খবর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চেন্দু বটতলা তালপুকুর-বাজিপুর গ্রামের সংযোগস্থলে তেভাগা আন্দোলনের প্রথম শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'তেভাগার চেতনা ভুলি নাই- ভুলবো না' শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সভায় প্রতিবছর ৪ জানুয়ারি শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠান আয়োজন করা হয়। 

এদিন শহীদদের স্মৃতিতে শহীদ সমিরুদ্দিন ও শিবরাম মাঝি, যাঁরা তেভাগা আন্দোলনে অংশ নিয়ে তৎকালীন ব্রিটিশ পুলিশের বর্বরোচিত গুলিবর্ষণে শহীদ হন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 

তেভাগা পরিষদ দিনাজপুরের সদস্য সচিব এ্যাড. মো. রেয়াজুল ইসলাম রাজু স্বাগত বক্তব্য রাখেন। তেভাগা দিবসের তাৎপর্য তুলে ধরেন জেলা জাসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদুল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতান কামাল উদ্দীন বাচ্চু, বাংলাদেশ ওয়াকার্স পার্টির জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য তরিকুল আলম তরু, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক এএসএম মনিরুজ্জামান মনির, কৃষক ফ্রন্টের মঞ্জুরুল আলম মিঠু, এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. সাইফুল ইসলাম, ষষ্ঠি দাস, শহীন সমিরণের নাতি হবি ও নাতনি জোৎস্না, যমুনা, আব্দুল মালেক। 

কবি তুষার শুভ্র বসাকসহ স্থানীয় কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় কৃষক সমিতির সহ-সাধারণ সম্পাদক হবিবর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট নাট্যকার ও নাট্য পরিচালক তারিকুজ্জামান তারেক। 

এটি ছিল একটি আবেগপূর্ণ ও স্মৃতিচারণমূলক আয়োজন, যা তেভাগা আন্দোলনের ইতিহাস এবং তার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করে।

বায়ান্ন/প্রতিনিধি/একে