ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা ও খাবার বিতরণ

ফরহাদ খান, নড়াইল : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৪ অগাস্ট ২০২৩ ০৩:১৪:০০ অপরাহ্ন | দেশের খবর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা এবং খাবার বিতরণ করা হয়েছে। জেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় পৌরসভার গারুচোরা বাজার এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা মৎস্যজীবীলীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, হবখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান, জেলা কৃষক সমিতির সভাপতি নওরোজ মোল্যা, জেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক এমএইচ সোহেল, পৌরসভার সাবেক কাউন্সিলর সাইফুল আলম বাচ্চু, ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবকলীগ সদর উপজেলা শাখার সভাপতি রিয়াজ মাহমুদ মিশাম, স্বেচ্ছাসেবকলীগ পৌর সভাপতি ফিরোজ শেখসহ অনেকে।

এছাড়া দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

শোকসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া দেশ ও জাতির মঙ্গল কামনা কামনা করা হয়।