ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ গুরুতর অসুস্থ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৪ অগাস্ট ২০২৩ ১২:২৬:০০ পূর্বাহ্ন | দেশের খবর
ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুর রশীদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সকালে তিনি নিজ বাসায় অসুস্থবোধ করলে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
 
চিকিৎসকরা নিবীড় পর্যবেক্ষন করে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল জানান, সকালে সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশীদ নিজ বাসায় জ্ঞান হারিয়ে মাথা ঘুরে পড়ে গেলে পরিবারের লোকজন তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তিনি আরো জানান, বুধবার দুপুরে তাকে ঢাকা ল্যাব এইড হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর আনোয়ার খান হাসপাতালে ভর্তি করা হয়েছে।