ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

ঝিনাইদহে গ্রেনেড হামলার প্রতিবাদে ও দুস্কৃতিদের ফঁসির দাবীতে আলোচনা সভা

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : মঙ্গলবার ২২ অগাস্ট ২০২৩ ০১:৫৮:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহে গ্রেনেড হামলার প্রতিবাদে ও দুস্কৃতিদের ফঁসির দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামীলীগের সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত, আহতদের স্মরণে মমবাতি প্রজ্জলন এবং প্রতিবাদে ও দুস্কৃতিদের ফঁসির দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার বিকালে শহরের চুয়াডাঙ্গা ষ্টান্ডে কেন্দ্রী শহীদ মিনারে এ প্রতিবাদে ও দুস্কৃতিদের ফঁসির দাবীতে আলোচনা সভার আয়োজন করে ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগ। এতে জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ তাহ্জীব আলম সিদ্দিকী সমি।

সেসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, সদর আসনের সংসদ সদস্যের একান্ত সচিব রওশন আলী, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক শাহ্ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা, সুরাট ইউনিয়ন চেয়ারম্যান আশরাফ হোসেন, কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন বিশ^াস, জেলা আওয়ামী যুবলীগ, উপজেলা আওয়ামী যুবলীগ, পৌর আওয়ামী যুবলীগ, সদর উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দসহ অন্যান্যরা।
সেসময় বক্তারা বলেন, বিএনপি ও জামায়াত আগুন সন্ত্রাস করতে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের অপশক্তি মোকাবেলা করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই সাথে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে সকলকে আহবান জানান তারা।