ঢাকায় নিয়ে যাওয়া পথে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় মঙ্গলবার রাতে পুলিশের অভিযানে বাস থেকে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও গুলিসহ ছামিউল মিয়া(৩৫) নামে এক অস্ত্রকারবারী আটক হয়েছে। তার বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারীর দক্ষিন দিঘলটারী গ্রামে। পুলিশের ধারনা সে সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য।
বিদেশী পিস্তল উদ্ধার ও অস্ত্রকারবারী চক্রের সদস্যকে গ্রেফতারের বিষয়ে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বুধবার দুপুরে প্রেস ব্রিফিং করেন। কি উদ্দেশ্যে অস্ত্র গুলো লালমনিরহাট থেকে ঢাকায় নেয়া হচ্ছিল সে বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। পুলিশ জানায়, গোপন সুত্রে খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবালের নেতৃত্ব পুলিশের একটি টিম পুলিশ সুপারের নির্দেশনায় রাত সাড়ে ১২টার দিকে মোকামতলার মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পাশে অবস্থান নেয়। রাত সোয়া ১টার দিকে বুড়িমারী- নারায়নগঞ্জ গামী পিংকি পরিবহনের একটি বাস সেখানে পৌঁছলে পুলিশ বাসে তল্লাশীর জন্য উঠলে গ্রেফতারকৃত ব্যক্তি বাস থেকে পালানোর চেস্টা করে। এসময় পুলিশ তাকে গ্রেফতার করে। তল্লাশী করে তার দুই উরুতে কসটেপ দিয়ে মোড়ানো বিদেশী পিস্তল, ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে পুলিশকে সে জানিয়েছে, লালমনিরহাটের জয় নামে এক ব্যক্তির নিকট থেকে অস্ত্র গুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছিল। এ বিষয় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।