ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

নরসিংদীতে ওয়ান শুটার গান ও কার্তুজ সহ ২ গ্রেপ্তার

নাজমুল হাসান ( নরসিংদী জেলা প্রতিনিধি) | প্রকাশের সময় : মঙ্গলবার ২২ অগাস্ট ২০২৩ ০৪:৩৯:০০ অপরাহ্ন | দেশের খবর

নরসিংদীর রায়পুরায় একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড কার্তুজসহ সহিদ মিয়া (৪৬) ও মোঃ ইয়াছিন (৩৮) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) সামসুল আরেফিন।

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় রায়পুরা থানার পাড়াতলী ইউনিয়ন এর কাচারিকান্দি পুরাণ বাজার এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া সহিদ মিয়া (৪৬) রায়পুরা উপজেলার মধ্যনগর পশ্চিম পাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে ও  মোঃ ইয়াছিন (৩৮) একই এলাকার রফিকূল ইসলামের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলা পুলিশের চলমান অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে রায়পুরা থানার বাঁশগাড়ী তদন্তকেন্দ্রের পুলিশ পাড়াতলী ইউনিয়ন এর কাচারিকান্দি পুরাণ বাজার এলাকায় অভিযান চালায়অ এসময় বাজারের পিছনের রাস্তা হতে ০১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ০২ রাউন্ড কার্তুজসহ সহিদ মিয়া ও মোঃ ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।