নরসিংদীর শিবপুর উপজেলার জামায়াতের সদস্য দুই শিক্ষক সহোদরকে আটক করেছে পুলিশ। তারা দুই ভাই একজন দুলালপুর সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মন্জুর হোসেন ফকির ও অপর আরেকজন কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোশাররফ হোসেন।
শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, গত মঙ্গলবার (২২ আগস্ট) গভীর রাতে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটককৃতরা উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের মৃত ইসহাকের ছেলে। তারা দুজনই জামায়াতের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে নাশকতা ও দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।