ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

নাগরপুর প্রেসক্লাব সিনিয়র সদস্য খিজির'কে দেখতে হাসপাতালে এমপি টিটু

গোপাল সরকার, নাগরপুর: | প্রকাশের সময় : মঙ্গলবার ২২ অগাস্ট ২০২৩ ০৪:০২:০০ অপরাহ্ন | দেশের খবর
গ্যাংলিয়ন সিস্ট রোগে আক্রান্ত হয়ে সদ্য সার্জারি হওয়া নাগরপুর প্রেসক্লাব সিনিয়র সদস্য সাংবাদিক আব্দুল্লাহ খিজির'কে হাসপাতালে দেখতে যান টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর এম এইচ শমরিতা হাসপাতালে নাগরপুর প্রেসক্লাব প্রধান উপদেষ্টা এমপি টিটু সশরীরে গিয়ে সাংবাদিক খিজির এর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছে তার চিকিৎসা সম্পর্কে অবহিত হন।
 
এ বিষয়ে নাগরপুর প্রেসক্লাব সিনিয়র সদস্য আব্দুল্লাহ খিজির বলেন, আহসানুল ইসলাম টিটু এমপি একজন সাংবাদিক বান্ধব নেতা। তিনি আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এসেছেন, এর জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। নাগরপুর সাংবাদিক সমাজের বিভিন্ন বিপদে তিনি সবসময় পাশে থাকেন। 
 
প্রসঙ্গত, গত ২০ আগস্ট গ্যাংলিয়ন সিস্ট বা হাতের কব্জি টিউমার রোগে আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হয় সাংবাদিক খিজির এবং ২১ আগস্ট সকালে সার্জারি করা হয়। বর্তমানে তিনি দৈনিক কালবেলা পত্রিকার নাগরপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।