টাঙ্গাইলের নাগরপুরে মামুদনগর ইউনিয়নে বাগানে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আছুর উদ্দিন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) বিকালে ইউনিয়নের বাঘের বাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি একই গ্রামের জুলমত আলী'র ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশে বাগানে বাঁশ কাটতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে, বৈদ্যুতিক শক লেগে ঘটনাস্থলেই আছুর উদ্দিন জ্ঞান হারায় এবং এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শাফিয়া আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নাগরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদ হাসান সরকার জানায়, বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। কোনো অভিযোগ না থাকায় পারিবারিক ভাবেই লাশ দাফন সহ পরবর্তী সকল কার্যক্রম সম্পন্ন হচ্ছে।