ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

রৌমারীতে অসুস্থ্য গরুর মাংস বিক্রির অপরাধে ৭দিনের কারাদণ্ড

শৌখিন মিয়া, রৌমারী ও চর রাজিবপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৪ অগাস্ট ২০২৩ ০৪:৩৩:০০ অপরাহ্ন | দেশের খবর
অসুস্থ্য গরুর মাংস বিক্রয় করার অপরাধে সাদ্দাম হোসেন (৩৩) নামের এক কসাইকে ভ্রাম্যমান আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাডণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার। 
 
সকাল সাড়ে ১১ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ বাজারে এ ঘটনাটি ঘটে। জানা যায় দীর্ঘদিন যাবৎ সিন্ডিকেটের মাধ্যমে অসুস্থ্য গরু স্বল্পদামে ক্রয় করে সায়দাবাদ এলাকায় অপরিচ্ছন্নতা জায়গায় গরু জবাই করে বাজারে বিক্রি করতে ছিলেন।
 
এসময় স্থানীয় জনতা পচাঁ মাংসের বিষয়টি জানতে পারেন এবং উপজেলা প্রশাসনকে খবর দিলে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, এটিএম হাবিবুর রহমান, রৌমারী থানার সিনিয়র এসআই লিটনসহ ঘটনাস্থলে যান। 
 
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাংস বিক্রেতা সাদ্দামকে সাত দিনের বিনাশ্রম কারাডণ্ড দেওয়া হয়েছে।