শিবচরে ৩৪ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানায়, ঢাকা-খুলনা এক্সপ্রেস হাইওয়ের শিবচর উপজেলার পাচ্চর নামক এলাকায় রোববার বিকেলে পুলিশ অভিযান চালায়। শিবচর থানা পুলিশের এসআই মোস্তফা কামাল ও এএসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম আরিফ খান(২৮) নামক একজনের ব্যাগ তল্লাশি করে পুলিশ। এসময় পুলিশ স্কচটেপ দিয়ে মোড়ানো ৮টি প্যাকেট থেকে ৩৪ কেজি ওজনের গাজা জব্দ করে। জব্দকৃত গাজার মুল্য আনুমানিক ৬ লাখ ৮০ হাজার টাকা । গ্রেফতারকৃত আরিফসহ ২ মাদক ব্যবসায়ী একটি যাত্রাবাহী বাসে চড়ে চট্রগ্রাম থেকে বাগেরহাট যাচ্ছিল বলে পুলিশ জানায়। এক্সপ্রেস হাইওয়েতে পুলিশি তল্লাশি খবর পেয়ে তারা পাচ্চর নামক স্থানে নেমে পড়ে গাজাসহ পালানোর চেষ্টা করে। এসময় শিবচর থানা পুলিশ মাদক ব্যবসায়ী আরিফ খানকে গ্রেফতার করতে পারলেও তার সহযোগি পালিয়ে যায়। এ ব্যাপারে শিবচর থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত আরিফ খান বাগেরহাট জেলার গোবরদিয়া গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে।
সহকারী পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান জানান, মাদকের এই বড় চালানটি চট্রগ্রাম থেকে বাগেরহাট যাচ্ছিল । এক্সপ্রেস হাইওয়েতে পুলিশি তল্লাশি খবর পেয়ে তারা পাচ্চর নামক স্থানে নেমে পড়ে গাজাসহ পালানোর চেষ্টা করে। আমরা মাদক ব্যবসায়ী আরিফ খানকে গ্রেফতার করতে পারলেও অন্যজন পালিয়ে গেছে।