ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

শৈলকুপায় শোকাবহ আগস্টে আলোচনা সভা ও গণভোজ

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২৩ অগাস্ট ২০২৩ ০৮:০০:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় শোক দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ আগস্ট) বিকালে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ১ ও ২ নং ধলহরাচন্দ্র ওয়ার্ড আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

৮নং ধলহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মশিউজ্জামান (বাশি) মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসেবে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান বিশ্বাস, শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. আব্দুল হাকিম আহমেদ বক্তব্য রাখেন।

এসময় শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ.ফ.ম নাসিরুল ইসলাম, শৈলকুপা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি স.ম রানাউজ্জামান বাদশা, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মিশন, সাধারণ সম্পাদক মো. বাবু,  সাবেক সভাপতি দিনার বিশ্বাস, সাধারণ সম্পাদক শাওন শিকদারসহ শৈলকুপা উপজেলা ও ধলহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জয়নুল আবেদীন।