ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

১৫ পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি | প্রকাশের সময় : সোমবার ৬ জানুয়ারী ২০২৫ ১১:৫৫:০০ পূর্বাহ্ন | দেশের খবর

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্যকে হত্যা মামলায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার দুপুরে সেনাবাহিনীর একটি দল বেলকুচির কামারপাড়ার বাড়ি থেকে আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করে। পরে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে সিরাজগঞ্জের পুলিশ সুপার ফারুক হোসেন জানান।

আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

গত সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলেও নৌকার প্রার্থী আব্দুল মোমিন মণ্ডলের কাছে হেরে যান।

বায়ান্ন/পিএইচ