ঢাকা, শনিবার ৪ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

খুলনায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক, সম্পাদক কবির

জাফর ইকবাল অপু, খুলনা | প্রকাশের সময় : রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪ ০৭:০৬:০০ অপরাহ্ন | দেশের খবর

নতুনভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি। বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিতে কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে সভাপতি, গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবির সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনাঞ্চলের মোসলেহ উদ্দিন তুহিন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী বার্ষিক সাধারণ সভা ও বনভোজনে এ কমিটি নির্বাচিত হয়। খুলনা রিভারভিউ পার্কে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বাবায়ক কৌশিক দে। প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নিজস্ব প্রতিবেদক শামসুদ্দীন দোহা সিডব্লিউএফ'র পরিচালক মোহামাদ নাসিমুল হক, ছিন্নমূল'র নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল হোসেন।

১৫ সদস্যের কমিটির অপর নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি দৈনিক প্রবাহের চীফ রিপোর্টার মোঃ নুরুজ্জামান ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি অভিজিৎ পাল, এসএ টিভির রকিবুল ইসলাম মতি, যুগ্ম সম্পাদক মাইটিভির শিশির রঞ্জন মল্লিক, দপ্তর সম্পাদক বাংলা টিভির তরিকুল ইসলাম ডালিম প্রচার সম্পাদক প্রবাহের মোঃ শামীম হোসেন, নির্বাহী সদস্য মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, ডেইলি স্টারের মোঃ হাবিবুর রহমান, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, দৈনিক বাংলার দূতের মোঃ মামুন হাচান, ভোরের ডাকের এস এম মাহবুবুর রহমান, বায়ান্ন'র জাফর ইকবাল অপু। 

অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের আহবায়ক ও সদস্য সচিবসহ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সাধারণ সভায় সংগঠনের গঠনতন্ত্রও অনুমোদন করা হয়।

সাংবাদিকদের সুরক্ষারসহ বিভিন্ন সাহায্য, সহযোগিতা ও এডভোকেসির মাধ্যমে সচেতন করার লক্ষ্যে সিডাব্লিউএফ এলায়েন্স (সিডাব্লিউএফ, সি এম কে এস,ও দৈনিক প্রবাহ)'র সার্বিক ব্যবস্থাপনায়, দাতা সংস্থা দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ এর সহযোগিতায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি নামক সংগঠনটি গঠন করা হয়।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ