ঢাকা, বৃহস্পতিবার ২৭ জুন ২০২৪, ১২ই আষাঢ় ১৪৩১

নবাবগঞ্জে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

দোহারনবাবগন্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ জুন ২০২৪ ০৯:১৫:০০ অপরাহ্ন | দেশের খবর

নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের আওনা হায়াতকান্দা সড়কের পাশে সোমবার বিকালে ব্যাটারি চালিত ইজিবাইকসহ সজিব(৪৮) নামে এক ব্যক্তির মৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। সজিবের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়। মৃত ইজিবাইক চালক সজিব উপজেলার গালিমপুর এলাকায় ভাড়া থেকে ইজিবাইক চালাতো। স্থানীয়রা জানায়,একটি ব্যাটারি চালিত ইজিবাইকসহ আনুমানিক (৪৫) বছর বয়সের এক ব্যক্তির মৃতদেহ উপজেলার আওনা হায়াতকান্দা পাকা সড়কের পাশে একটি খালি বাড়িতে পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেস তাঁরা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইজিবাইকসহ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মরদেহের গলা ও মাথায় আঘাতের চিহ্নি আছে। এ বিষয় নিয়ে পুলিশ কাজ করছে। অপরাধীদের খুজে বের করতে পুলিশ সকলের সহযোগিতা কামনা করেন।