ঢাকা, শনিবার ৪ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

নাগরপুরে চকগদাধর এলাকায় ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

গোপাল সরকার, নাগরপুর: | প্রকাশের সময় : রবিবার ৬ অগাস্ট ২০২৩ ১০:১৫:০০ অপরাহ্ন | দেশের খবর

টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে চকগদাধর যুব সংঘ স্পোর্টিং ক্লাব আয়োজনে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সুপার সপ স্বত্বাধিকারী ও সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন। রবিবার (৬ আগস্ট) ধুবড়িয়া চকগদাধর এলাকার কমিউনিটি ক্লিনিক সংলগ্ন অস্থায়ী মাঠে ব্যাপক দর্শকের উপস্থিতিতে এই উৎসবমুখর খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় 'চকগদাধর সেতু ভাইকিংস' ও 'কান্দাপাচুরিয়া উদয় সংঘ স্পোর্টিং ক্লাব' দুটি দল অংশগ্রহণ করে এবং টাইব্রেকারে উদয় সংঘ স্পোর্টিং ক্লাব  চ্যাম্পিয়ন হয়।

 

চকগদাধর যুব সংঘ স্পোর্টিং ক্লাব সহ সভাপতি মো. রেজাউল করিম রুমন এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মো. পিয়াস এর পরিচালনায় উক্ত ফাইনাল খেলা উদ্বোধন করেছেন ধুবড়িয়া ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুবড়িয়া ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) মো. আবু বক্কর সিদ্দিক, ১ নং ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) মো. আতোয়ার রহমান, সাবেক ইউপি সদস্য মো. নাজির মোল্লা, যুবলীগ নেতা মো. ফুলচান শেখ। এছাড়াও ধুবড়িয়া ইউনিয়ন আ.লীগ সহ সভাপতি মো. মিজানুর রহমান মাখন, মো. শহিদুর রহমান সখি, ৩ নং ওয়ার্ড আ.লীগ সাধারণ সম্পাদক আমিনুল হক বালা, চকগদাধর যুব সংঘ স্পোর্টিং ক্লাব সাধারণ সম্পাদক মো. আক্কাশুর রহমান আকাশ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. ঈদুল ইসলাম, সংশ্লিষ্ট ক্লাব সহযোগী মো. নাইমুর রহমান নাইম,পলাশ,ইমন,আরিফ,শহিদুল সহ অন্যান্য স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।