ঢাকা, শনিবার ৪ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর যুবলীগের শান্তি সমাবেশ

গাজীপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২৯ জুলাই ২০২৩ ০৯:৩৩:০০ অপরাহ্ন | দেশের খবর
বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সংগ্রামী সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে ২৯ জুলাই রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় নগরীর টঙ্গী বাজারে মিতালি পেট্রোল পাম্প সংলগ্নে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই শান্তি সমাবেশ ঘিরে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু, যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন সহ গাজীপুর মহানগরের প্রতিটা থানা ও প্রতিটা ওয়ার্ডের আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কামরুল হাসান সরকার রাসেল বলেন,  দেশব্যাপী বিএনপি জামায়াতের হত্যা, গুম, ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদে যুবলীগের পক্ষ থেকে এই শান্তি সমাবেশ। বিএনপির  জামায়াতের ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ঠেকাতে মাঠে যুবলীগেই যথেষ্ট, বিএনপি জমায়েত বেশি বাড়াবাড়ি করলে তাদেরকে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। আওয়ামী লীগ উন্নয়নের বাংলাদেশ গড়ে তুলেছে, এই উন্নয়নের বাংলাদেশে সামনে আরো ভালো পরিকল্পনা অনুযায়ী বিশ্বের উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলার শক্তিকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে সবাই মিলে শক্তিশালী করতে হবে। বিএনপির ষড়যন্ত্রকে ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানিয়েছেন।