ঢাকা, শনিবার ৪ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

হরিণাকুণ্ডুতে সাপ সনাক্ত করতে না পারায় কৃষকের মৃত্যু।

হরিনাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ২৫ জুলাই ২০২৩ ০৬:৫৪:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডুতে সাপে কেটে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ (৪০)উপজেলার কুলবাড়িয়া গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।

মঙ্গলবার দুপুরে পাট কেটে জাগ/পঁচন দেওয়ার সময় পুকুরে থাকা গর্তে পা দিলে তাকে সাপে কাটে, পরে তাকে চিকিৎসার জন্য হরিনাকুন্ডু সাস্থ কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এব্যাপারে হরিণাকুণ্ডু সাস্থ কমপ্লেক্সের সিভিল সার্জন ডা: জামিনুর রশিদ জানান, কৃষিকাজ করার সময় গর্তে পা দিলে তাকে সাপে কামড় দেয়,তবে কি সাপএ কামড় দিয়েছে সেটা জানাতে পারেননি। রোগীকে অ্যান্টিভেনম দেয়া হয়েছিল। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারনে মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহত্তর পরিবার ও স্থানীয়রা জানান, ওঝা বা কবিরাজের নিকট না নিয়ে হাসপাতালে আনলেও তাকে বাঁচাতে পারেনি চিকিৎসক। আসলে সাপে কাটলে আগে সাপ সনাক্ত করবে না হাসপাতালে নিবে সেদিকেই ব্যাস্ত থাকে সকলে। এমন ঘটনায় চিকিৎসা ক্ষেত্রে আরো উন্নত গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন নিহত্তর পরিবার।