ঢাকা, শনিবার ৪ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা : | প্রকাশের সময় : শনিবার ৫ অগাস্ট ২০২৩ ১২:৫৭:০০ অপরাহ্ন | দেশের খবর

পটুয়াখালীর মির্জাগঞ্জে আসমা বেগম(৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার স্বজনরা।

 

শুক্রবার সন্ধ্যায় উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মানসুরাবাদ গ্রামের সিকদার বাড়িতে নিজ ঘরের  রুয়ার সাথে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ । নিহত গৃহবধূ একই গ্রামের প্রবাসী আলী সিকদারের স্ত্রী।

 

পুলিশ ও নিহতের স্বজন এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ঘটনার সময়  নিহতের শ্বশুর আঃ হক সিকদার নাতি বেল্লাল (১১) ও জোবায়ের (২) কে নিয়ে বাড়ীর পাশ্ববর্তী মাঠে ফুটবল খেলা দেখার জন্য যায়। খেলা শেষে ভিকটিমের ছেলে বাড়ীতে এসে মাকে না পেয়ে খোঁজ করতে থাকে।পরে বসতঘরের দোতালায় গিয়ে আড়ার সাথে মাকে ঝুলন্ত অব¯হায় দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। তখন বাড়ীর লোকজন আসলে তাদের সহায়তায় রশি কেটে নিচে নামায় এবং ¯হানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়।

 

স্থানীয় ইউপি সদস্য মামুন হাওলাদার মুঠোফোনে ঘটনার নিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) হুমায়ন কবির বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।