ঢাকা, শনিবার ৪ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

গাজীপুর সদর উপজেলা শাখার ভূমিহীন অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

মোঃ রেজাউল করিম মজুমদার, গাজীপুর : | প্রকাশের সময় : শনিবার ৫ অগাস্ট ২০২৩ ১২:৩৭:০০ অপরাহ্ন | দেশের খবর
বাংলাদেশ জাতীয় ভূমিহীন অধিকার পরিষদের গাজীপুর সদর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ১৪ই আগস্ট রোজ শুক্রবার ২০২৩ ইং রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট রোড মুক্তি যুদ্ধা অফিসে সংগঠনটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
 
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান, কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, শ্রমিকনেতা হামিদ সরকার, মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রুপা, উক্ত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা সংগঠনটির গাজীপুর শাখার সভাপতি শাহদাত হোসেন এবং পরিচালনা করেন নবনির্বাচিত সদর উপজেলা কমিটির সভাপতি রুবিনা মনি। তারা অভিযোগ করে বলেন,  ভূমি অধিদপ্তর খাস জমির তত্ত্বাবধান করে, কিন্তুু ভূমিহীনদের তালিকা করে পর্যায়ক্রমে তা বণ্টন করে না। তারা আরো বলেন, রাজস্ব আদায়ই ভূমি প্রশাসনের একমাত্র কাজ নয়। নামজারি থেকে শুরু করে ভূমির মালিকানা দেওয়া, রেকর্ড সংশোধন, মালিকানা পরিবর্তন, ভূমিহীনদের তালিকা ও নতুন জমিতে পর্যায়ক্রমে তাদের অধিকার নিশ্চিত করা, অবৈধ দখল রোধ করা, গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন করা, রেকর্ড তৈরিকরা, দলিল প্রস্তুত করা সবই তাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তুু তারা এ ক্ষেত্রে সব সময়ই ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। এদিকে আমাদের দেশে ফৌজদারি যেসব মামলা হয়, তার বেশির ভাগই জমি জমা সংক্রান্ত নিয়ে। জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে দেশের সর্বত্র নানা ধরনের জটিলতা বিদ্যমান। প্রতিদিন এ সমস্যা আরো বেড়েই চলেছে, তারা আরো জানায়, ভূমি ব্যবস্থাপনা আইন সঠিক ভাবে বাস্তবায়ন এবং দুর্নীতি, অনিয়ম বন্ধ করা সম্ভব হলে দেশের ফৌজদারি মামলার সংখ্যা অনেক কমে যাবে। নেতৃবৃন্দরা দাবি করেছে, ভূমিসংক্রান্ত জটিলতা নিরসনের মূল দায়িত্ব ভূমি অধিদপ্তরের। তাই সরকারেরই উচিত এই অধিদপ্তরে লোক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও স্বচ্ছতা বজায় রাখা। তাদের ওপর প্রভাব বিস্তার না করা, তারা আরো বলে, এক শ্রেণীর আমলা রয়েছে, যারা খাস জমি দখল করে রাখতে চায়। এদের সম্পর্কে সরকারকে সচেতন হতে হবে। আলো, বাতাস, পানি, বৃক্ষাদি, বনরাজি এবং ভূমির ওপর জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। তারা আরো বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এক শ্রেণীর প্রভাবশালী এই সকল সম্পদের ওপর নানা অন্যায় ও অবৈধভাবে দখল নিয়ন্ত্রণের চেষ্টা করে চলেছে। যদিও সরকার বিভিন্ন সময়ে ভূমি দস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি ও আইন এবং নানা বিধি প্রণয়ন করে। কিন্তুু বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায় না। ভূমির অধিকার মানবাধিকার দারিদ্র্য বিমোচনে চাই সমন্বিত ভূমি সংস্কার। খাস জমির অধিকার, ভূমিহীন জনতার, ভূমিদস্যু ঠেকাও, ভূমিহীন বাঁচাও।