ঢাকা, শনিবার ৪ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

ঝিনাইদহে ঘরের দরজা ভেঙে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ৬ অগাস্ট ২০২৩ ১০:০৮:০০ অপরাহ্ন | দেশের খবর
ঝিনাইদহের সদর উপজেলায় ইয়াছিন সরকার (৩০) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ আগস্ট) দুপুরে উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর গ্রামের নিজ শোবার ঘর থেকে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।
 
ইয়াছিন সরকার ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা ইউনুস সরকারের ছেলে।
 
বাবা ইউনুস সরকার বলেন, গত এক সপ্তাহ আগে আমরা ইয়াছিনসহ স্বপরিবারে ঝিনাইদহ শহরে এক আত্মীয় বাড়িতে বেড়াতে যাই। পরে ইয়াছিন আত্মীয়ের বাড়ি থেকে গ্রামের বাড়িতে ফিরে আসে। আজ সকালে প্রতিবেশিরা বাড়ি থেকে পচা দুর্গন্ধ পেয়ে আমাদের খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে তার বাড়ির ঘরের দরজা ভেঙে ইয়াছিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। কি কারণে এমন ঘটনা তা বুঝতে পরছি না।
 
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহের রানা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকাসক্তের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে লাশ ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।