ঢাকা, শনিবার ৪ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

নান্দাইলে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৫ অগাস্ট ২০২৩ ০৩:৫৫:০০ অপরাহ্ন | দেশের খবর

 ময়মনসিংহের নান্দাইলে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (৫ই আগস্ট) নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে উপজেলা প্রশাসনিক ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ, নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল ফয়েজ, উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিস্জ্জুামান, প্রভাষক মাহদিউল আলম সারোয়ার সোহাগ প্রমুখ।