নড়াইলের আদালতে ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলা থেকে পলি বেগম (৪৭) নামে এক গৃহবধূ বেকসুর খালাস পেয়েছেন। রোববার (৬ আগস্ট) দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ মমিনুল হক এ রায় দেন। এ রায় পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের গৃহবধূ পলি বেগমসহ তার পরিবার। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান জানান, ১০ লাখ টাকার চেক ডিজঅনার হওয়ার অভিযোগে লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের হাদিয়ার মল্লিক ওই গ্রামের সুলতান আহমেদ রিন্টু মন্ডলের স্ত্রী পলি বেগমের বিরুদ্ধে ২০১৯ সালে লোহাগড়ার আমলী আদালতে মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে বিজ্ঞ আদালত আসামি পলিকে বেকসুর খালাস দেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রমা রানী।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান জানান, ১০ লাখ টাকার চেক ডিজঅনার হওয়ার অভিযোগে লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের হাদিয়ার মল্লিক ওই গ্রামের সুলতান আহমেদ রিন্টু মন্ডলের স্ত্রী পলি বেগমের বিরুদ্ধে ২০১৯ সালে লোহাগড়ার আমলী আদালতে মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে বিজ্ঞ আদালত আসামি পলিকে বেকসুর খালাস দেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রমা রানী।