ঢাকা, শনিবার ৪ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

পলাশে শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালিত

নাজমুল হাসান, নরসিংদী ( পলাশ) : | প্রকাশের সময় : শনিবার ৫ অগাস্ট ২০২৩ ০৩:৪২:০০ অপরাহ্ন | দেশের খবর

নরসিংদীরপত্রিকা  পলাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।দিনটি উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

শনিবার ৫ আগষ্ট পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি শ্রদ্ধার্পণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা সভাপতিত্ব করবেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ পলাশের এমপি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ভাইস চেয়ারম্যান কারী উল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মন্টু বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারী কর্মকর্তা বৃন্দ।