ঢাকা, শনিবার ৪ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

বঙ্গবন্ধুর সমাধিতে শিক্ষা উপমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ৪ অগাস্ট ২০২৩ ০৮:১৪:০০ অপরাহ্ন | দেশের খবর

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ।

আজ শুক্রবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।

এ সময়, মহিবুল হাসান চৌধুরীর পরিবারের ব্যক্তিবর্গ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, গোপালগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, উপজেলা নির্বাহী অফিসার আল মামুন সহ প্রশাসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।