ঢাকা, শনিবার ৪ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

মহেশপুরে বিজিবি’র অভিযানে গুলিসহ ভারতীয় পিস্তল উদ্ধার

বসির আহাম্মেদ, ঝিনাইাদহ : | প্রকাশের সময় : রবিবার ৬ অগাস্ট ২০২৩ ১০:০৭:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জুলুলী গ্রাম থেকে গুলিসহ একটি ভারতীয় পিস্তল উদ্ধার করেছে ৫৮-বিজিবি সদস্যরা। রোববার জুলুলী গ্রামের খোদা বক্সের ছেলে রেজাউল ইসলামের বাড়ি থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে তিনি জানতে পারেন চোরাকারবারী মোঃ রেজাউল ইসলাম ভারত থেকে একটি পিস্তল ও গুলি নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। চোরাকারবারী রেজাউলকে অস্ত্রসহ আটকের জন্য ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল সুবেদার মোঃ হাফিজুর রহমানের  নেতৃত্বে বিজিবি’র টহল দল জুলুলী গ্রামে উপস্থিত হলে রেজাউল পালিয়ে যায়। এ সময় বিজিবি সদস্যরা আসামীর নিজ বাড়ীতে অভিযান চালিয়ে খড়ির গাদা থেকে পলিথিন দিয়ে প্যাঁচানো অবস্থায় ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ভারতীয় অত্যাধুনিক পিস্তল উদ্ধার করে। এ ব্যাপারে পাচারকারী রেজাউল ইসলামকে আসামী করে মহেশপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।