ঢাকা, শনিবার ৪ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

রাজনৈতিক দলগুলোতে সংলাপ-সমঝোতার আহ্বানে নান্দাইলে মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৫ অগাস্ট ২০২৩ ০৩:৪৭:০০ অপরাহ্ন | দেশের খবর

বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বানে ময়মনসিংহের নান্দাইলে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) নান্দাইল উপজেলা শাখার আয়োজনে শনিবার (৫ই আগস্ট) নান্দাইল উপজেলা পরিষদের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুজনের নান্দাইল শাখার সভাপতি সাংবাদিক অরবিন্দ পাল অখিলের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজনের সদস্য শিক্ষক বাবলী দাস, মিলি আক্তার, রমিজ উদ্দিন, সমাজ সেবক আমরু মিয়া, কাচন প্রমুখ। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলো সংলাপ ও সমঝোতায় না গেলে রাজনৈতিক সংকটের পাশাপাশি দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হবে।