শিবচরে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শেখ কামালের ৭৪-তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকালে শিবচর উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে প্রথমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ মোল্লা,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজীবুল ইসলাম ফুল দিয়ে শ্রদ্ধা জানান।এরপর শিবচর থানাসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে শেখ কামালের জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ মোল্লা ,পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিমসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।