ঢাকা, শনিবার ৪ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

সদরপুরে রাস্তা দখল করে দেওয়াল নির্মাণ, এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

সদরপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ৬ অগাস্ট ২০২৩ ১২:৫৮:০০ অপরাহ্ন | দেশের খবর



ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের চৈতার কোলপাড় এলাকায় সরকারি রাস্তা দখল করে একটি পরিবার দেওয়াল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল বিকেলে নির্মাণাধীন দেওয়ালে সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ অংশ গ্রহন করেন। ভূক্তভোগী এলাকাবাসী বক্তবে বলেন,গ্রামের অনেক মানুষ এ রাস্তা দিয়ে নিয়মিত চলাচল করেন। তাই অবিলম্বে দেওয়াল ভেঙে দিয়ে অত্র এলাকাবাসির চলাচলের  রাস্তাটি উন্মুক্ত করার দাবি জানান সংশ্লিষ্ট্র কতৃপক্ষের নিকট।