ঢাকা, শনিবার ৪ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

সদরপুরে শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৪তম জন্মবার্ষিকী পালিত

রাকিবুল ইসলাম,সদরপুর : | প্রকাশের সময় : শনিবার ৫ অগাস্ট ২০২৩ ০৩:৩৮:০০ অপরাহ্ন | দেশের খবর

ফরিদপুরের সদরপুর উপজেলা প্রসাশনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সকালে তার প্রতিকৃর্তিত্বে পুষ্পস্থাবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পরিষদ, বীর মুক্তিযোদ্ধা সরকারি-বেসকারি শিক্ষা প্রতিষ্ঠান। পুষ্পস্থবক অর্পণ শেষে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

পরে উপজেলা দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেলে সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তারসহ অন্যান্যরা।