ঝিনাইদহ সদর থানার মধুহাটি ইউনিয়নে চান্দুয়ালি বাজারে চেয়ারম্যান আলতাফ হোসেন বিশ্বাসের অফিস ভাংচুর করার অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল এর বিরুদ্ধে।
এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় সাধারন ডায়েরি করেছেন মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন বিশ্বাস।
মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঝিনাইদহ সদর থানার লিখিত জিডিতে উল্লেখ করেছেন,গত (শুক্রবার) ৪ আগস্ট আনুমানিক রাত সাড়ে ১০ টার দিকে চান্দুয়ালি বাজারে আমার ব্যক্তিগত অফিসে ২০/২৫জন যুবক অতর্কিত ভাবে,সঙ্গবদ্ধ হয়ে হামলা করে এবং আমার পিতা মাতার নামে অকথ্য ভাষায় গালি গালাজ করে।
এসময় অফিসে থাকা চেয়ার,টেবিলসহ বিভিন্ন জিনিস পত্র ভাংচুর করে ব্যাপক ক্ষয় ক্ষতি করেন।
এব্যাপারে জানতে চাইলে বাজার গোপালপুর ক্যাম্পের সহকারি পরিদর্শক মোঃ বদর উদ্দিন জানান,খবর পেয়ে গতকাল শুক্রবার রাত ১১ দিকে চান্দুয়ালি বাজারে গিয়েছিলাম। চেয়ারম্যানের অফিসে বেশ কয়েকটি চেয়ার, ও টেবিল ভাংচুরের ঘটনা দেখে এসেছি।
চেয়ারম্যান আলতাফ হোসেন বিশ্বাস জিডিতে আরো উল্লেখ করেছেন,গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার প্রতিপক্ষের লোকজন ইউনিয়নে সরকারি কার্যক্রমে বাধা বিঘ্ন সৃষ্টি করা সহ আমাকে নানা ভাবে ভয় ভীতি হুমকি দিয়ে আসিতেছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।