ঢাকা, শনিবার ৪ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

যশোরে বেগম রোকেয়ার ‘অবরোধ-বাসিনী’ নিয়ে পাঠচক্র

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪ ০৫:২৮:০০ অপরাহ্ন | দেশের খবর

যশোরের তরুণদের বই পড়ার প্রতি উৎসাহী করতে এবং তাদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে কাজ করে যাচ্ছে ‘সপ্তাহে একটি বই পড়ি’ নামে একটি সংগঠন। সংগঠনটি নিয়মিত আয়োজন করে সাপ্তাহিক সাহিত্য পাঠচক্র। মাঝে মাঝে ভিন্নধর্মী আয়োজন হিসেবে তারা প্রকৃতির সঙ্গে সাযুজ্য রেখে আয়োজন করে বিশেষ পাঠচক্র, যা ‘প্রতিবেশ অধ্যয়ন’ নামে পরিচিত।

গত শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে যশোরের মোষহাটি, সুলতানপুরের মোহনীয় সরিষাক্ষেতে এমনই একটি বিশেষ পাঠচক্র অনুষ্ঠিত হয়। হলুদমাখা ফসলের মাঠে, নরম রোদের আলো আর কোমল বাতাসের সান্নিধ্যে বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার কালজয়ী গ্রন্থ ‘অবরোধ-বাসিনী’ নিয়ে পাঠচক্রটি হয়ে ওঠে স্মৃতিময়।

পাঠচক্রের সূচনা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘তোমার খোলা হাওয়ায়’ পরিবেশনের মধ্য দিয়ে। কণ্ঠে ছিলেন সালেহা সুলতানা ঊষা। এরপর সংগঠনের সাধারণ সম্পাদক হরিদাস বিশ্বাস স্বাগত বক্তব্যে সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

আলোচনায় অংশ নেন পাঠচক্রবন্ধুরা। তারা বইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি নিজেদের জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাওয়ার গল্প শোনান। আলোচনায় অংশগ্রহণ করেন হামিদা হিমু, সাদিয়া তাবাসসুম, মুসকান হাসান, লিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস ইলা এবং ইথিলা খাতুন। তাদের অভিজ্ঞতা ও উপলব্ধিতে বইটির গুরুত্ব আরও সমৃদ্ধ হয়।

পাঠচক্রের বিশেষ আকর্ষণ ছিল সংগঠনের তৃতীয় বর্ষ, ডিসেম্বর সংখ্যার ‘সাহিত্য চর্চাপত্র’ প্রকাশ। এটি সম্পাদনা করেছেন অপু দেবনাথ। চর্চাপত্রটি পাঠচক্রবন্ধুদের লেখালেখি এবং চিত্রায়ণে সাজানো হয়েছে, যা পাঠকদের জন্য দারুণ উপহার।

নির্ধারিত আলোচক হিসেবে বেগম রোকেয়ার জীবনী ও সাহিত্যকর্ম নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা শাহ্জাহান কবীর। এছাড়াও আলোচনায় অংশ নেন মনিরুল ইসলাম এবং জাহিদ হোসেন। তারা বেগম রোকেয়ার সাহিত্য ও নারী জাগরণে তার অবদান নিয়ে বিশদ আলোচনা করেন।

প্রকৃতির সান্নিধ্যে এমন একটি আয়োজন অংশগ্রহণকারীদের জন্য শুধু একটি বই পড়ার অভিজ্ঞতাই নয়, বরং সাহিত্য ও বাস্তব জীবনের মাঝে একটি গভীর যোগসূত্র তৈরি করে। ‘সপ্তাহে একটি বই পড়ি’ সংগঠনের এমন উদ্যোগ নিঃসন্দেহে তরুণদের মধ্যে নতুন অনুপ্রেরণা ছড়িয়ে দেবে।

বায়ান্ন/পিএইচ