ঢাকা, শনিবার ৪ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

আরফান আলী, শেরপুর | প্রকাশের সময় : রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪ ১২:৪৫:০০ অপরাহ্ন | দেশের খবর

শেরপুরে যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চালকসহ ৬ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলেন, নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে এর চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এসময় স্থানীয়রা গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে ৩ নারী ও এক শিক্ষার্থী রয়েছে। 

শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম ৫ জন নিহতের বিষয় নিশ্চিত করেছেন। তবে অন্যান্য সূত্র বলছে ৬ জন। 

নিহতদের মধ্যে হলেন- তারকান্দি এলাকার মুসলিম মাস্টার (৬৫) ও তার স্ত্রী রওশন আরা (৫৫), শেরপুর সদরের কামারিয়া গুনপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে লোকমান হোসেন (৩৬), মাইশা আক্তার মিম (২২), অজ্ঞাতনামা ২৫ বছর বয়সী এক পুরুষ ও ৪০ বছর বয়সী এক নারী। 

জানা গেছে, নিহত মুসলিম মাস্টার ও তার স্ত্রী রওশন আরা বেয়াইয়ের জানাযায় অংশ নিতে শ্রীবরদীর উপজেলার সদর ইউনিয়নে নবীনগর এলাকায় আসছিল।

বায়ান্ন/প্রতিনিধি/একে