ঢাকা, শনিবার ৪ জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১
সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন

হোমনা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

হোমনা প্রতিনিধি (কুমিল্লা) | প্রকাশের সময় : রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪ ০৬:২৪:০০ অপরাহ্ন | দেশের খবর
সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু - সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন

কুমিল্লার হোমনা উপজেলা প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সর্বসম্মতিক্রমে মোর্শেদুল ইসলাম শাজুকে সভাপতি এবং মো. আক্তার হোসেনকে (ভোরের ডাক) পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এস এম মইনুল ইসলাম মিশুক পুনরায় দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাবেক সভাপতি ও বর্তমান সহ-সভাপতি মো. ইব্রাহিম খলিল (সম্পাদক ও প্রকাশক ক্রাইম পেট্রোল ২৪.কম), অধ্যাপক মো. শাহ আলম জাহাঙ্গীর (আমাদের অর্থনীতি), আবুল বাশার সরকার (রুপসী বাংলা), মো. হানিফ খান (দৈনিক দিনকাল), মো. আলী হোসেন বাবুল (যুগান্তর) ও সৈয়দ আনোয়ার (মানবজমিন), যুগ্ম- সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম পলাশ (নয়াদিগন্ত), মকবুল হোসেন (এশিয়া বানী), সাংগঠনিক সম্পাদক মো. মোরশিদ আলম (আমার বার্তা), দপ্তর সম্পাদক মো. মইনুল ইসলাম মিশুক (দৈনিক বায়ান্ন), অর্থ বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম (খোজখবর), প্রচার সম্পাদক মো. আসাদুল হক রফিক (হোমনার আলো), সাহিত্য সম্পাদক মো. কাউসার, সদস্য মো. এরশাদুল আলম (সংবাদ প্রতিদিন), মো. জয়নাল আবেদীন (করতোয়া), মো. শফিউল আলম (ভোরের দর্পন), মো. হাবিবুর রহমান (ডেসটিনি), মো. মানিক (ডেসটিনি) ও রুবেল রানা।

এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে উপজেলা প্রেসক্লাবের কার্যক্রমে নতুন উদ্যমের সূচনা হল বলে আশাবাদী সদস্যরা।