নওগাঁর মহাদেবপুরে প্রকাশ্য দিবালোকে অভিনব কায়দায় স্বর্ণ চুরির সাথে জড়িত আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ জানুয়ারি) দুপুর ১টার দিকে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজীউর রহমান।
গ্রেপ্তাররা হলেন- দিনাজপুর জেলার কোতোয়ালি থানার কালিতলা গ্রামের মৃত মোতাহারুল ইসলামের স্ত্রী মোছা রাবেয়া বেগম (৫৫), রাজবাড়ি তামলিপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে রমজান আলী (৪৬) ও তার স্ত্রী মোছা মনোয়ারা বেগম (৩০)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজীউর রহমান প্রেস ব্রিফিং এ জানান, গত ২৬ ডিসেম্বর দুপুর ২টার সময় উপজেলার মহাদেবপুর মধ্যবাজারে মায়ামনি জুয়েলার্স থেকে দুইলক্ষ তের হাজার টাকার একটি স্বর্ণের ব্রেসলেট চুরি হয়। এরপর শ্রী অনিমেষ চন্দ্র মহাদেবপুর থানার মামলা দায়ের করলে ৩১ ডিসেম্বর রাতে দিনাজপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা স্বর্ণ চোর দলের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, তিন সদস্য গ্রেপ্তারসহ চুরি যাওয়া ০১ ভরি ০৬ আনা ০১ রতি ওজনের স্বর্ণের ব্রেসলেট, ০৮ আনা পাঁচ পয়েন্ট ওজনের স্বর্ণের চেইন, ০৬ জানা ০২ রতি ০২ পয়েন্ট ওজনের স্বর্ণের চেইন, চোরাই স্বর্ণ বিক্রয় মূল্য ১ লাখ ৫৯ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার উদ্ধার করে।
বায়ান্ন/প্রতিনিধি/একে